পৃথিবীতে নামে তুফান,
সবাই দেখে তাই।
আমার মনে তুফান নামে,
কেউ দেখেনা ভাই।
জীবন গেল ঝর তুফানে,
ভেঙ্গে বার বার।
আমার মনের দরজা জানালা,
রইলনা লাগাবার।
আকাশ যখন হয় একটু কালো,
মনে আসে ভয়।
এই বুঝি এল তুফান,
সব করে দিবে ক্ষয়!
সত্যি বলতে মনের তুফান,
সব চাইতে বড়।
দেখতে যদি ইচ্ছে হয়,
মনটা চেপে চেপে।
মনটা ধরার শক্তি যদি,
তোমার মনে থাকে।
আমার মনে ভাঙ্গা চোরার
আর নাই কিছু বাকি
ভাঙ্গা-চোরা মনটা আমার
একটু হাসতে চায়
হাসার মত মনটা যদি
আবার ফিরে পাই!