বৃষ্টি পড়ে টাপুর টুপুর
মন হারিয়ে যায়,
বৃষ্টির সময় সবসময় নিজেকে হারাই।
বৃষ্টি বড় হেঁয়ালি মনের
এই আসে এই নাই!
বৃষ্টিকে বুঝে তাকিয়ে আমি,
মন থেকে কত চাই!
বৃষ্টি কি বোঝে মনের চাওয়া,
কতটা অসহায় হয়।
চাওয়ার পরে না পাওয়ার,
ব্যথাটা আরো কস্টের হয়!
বৃষ্টি কি বোঝে মনের দেয়াল,
সবচাইতে নরম হয়।
একটু খানি ধাক্কা দিলে,
দাগটি পড়ে যায়!
বৃষ্টি কি বোঝে মনের ব্যথা,
অনেক গভীর যায়।
এত গভীরে যায় খুঁজে
পাবার কোনো উপায় নাই!
বৃষ্টি কি বোঝে মনটা যখন,
ব্যথা ব্যথায় ভরা।
থেমে যায় তখন জীবন যেন,
নিজের কথে বলতে বলতে
সব ভেঙ্গে যায়!
তার পরও
ভাঙ্গার কিছু খুঁজে বেরায়!