বন্ধু আমার মনের মনি,
মনের মূল্যটা দাওনা শুনি,
ফিরিয়ে দিওনা শূন্য হাতে!
মনটা রেখে তোমার হাতে,
বন্ধুত্তের ভালোবাসা,
তোমার বোঝা নয়ত সোজা।
সবার মত আমিও যদি,
বন্ধু নামে অচিনয় করি?
বুকটা তোমার ভেঙ্গে যাবে,
কষ্ট তুমি তখন পাবে!
অমূল্য এই বন্ধুত্তের নাম,
হীরা-পান্না নয়ত সমান।
বন্ধু তুমি অনেক দামি,
নামটাতে কিছু নেইতো কমি!
বুক্তা তখন ভরে যাবে,
নামটা যখন মূল্য পাবে।
অমূল্য এই নাম আমার,
মনি-মুক্তার মত সমান।