সময়ের পরিবর্তন (কঙ্কন মন্ডল, সহ-সঙ্গীত শিক্ষক)
(রবীন্দ্র বাংলা বিদ্যালয়, পোর্ট ব্লেয়ার, আন্দামান)
সময়ের পরিবর্তন এনে দেয়
নতুন জীবন, নতুন আশা,
নতুন আলো, নতুন ভাষা।
সময়ের পরিবর্তন দেয়
বেঁচে থাকার প্রেরণা—
দুঃখ-ব্যথার সান্ত্বনা।
সময়ের পরিবর্তন দেশকে
নিয়ে যায় ক্রমোন্নতির পথে, বিশ্বায়ণের পথে,
এনে দেয় আর এক নতুন আলোর সন্ধান—
যেখানে দুর্নীতি নেই, ভ্রষ্টাচার নেই,
নেই অমানকিতার কালো ছায়া।
স্বচ্ছ ভারত মিশনের অর্থ এই নয়,
ধর ঝাড়ু ধর, মার রে ঝাড়ু---
বরং  তা’ হলো, স্বচ্ছ চরিত্র নির্মাণ,
মানবিকতার মহাপ্রকাশ।
নারী নির্যাতন, ভ্রুণ হত্যার অর্থ—
মানবিক বিপর্যয়।
তাই সৃষ্টিশীল নতুন বার্তা—
‘বেটি বাঁচাও, বেটি পড়াও’।
পরিবর্তনের স্রোতে এলো,
ডিজিটাল ইন্ডিয়া, একমুঠো পৃথিবী।
ক্যাশলেস বিনিময়—
অগ্রগতির আর এক নাম।
স্বপ্ন অনেক, কিন্তু লক্ষ্য এক
‘ভারত আবার জগৎসভায়
শ্রেষ্ঠ আসন ল’বে।।