আজি এ রাতে চাঁদ জাগিল
কেন নিয়ে এতো আলো,
আজি এ রাত হাজারো রাতের চেয়ে
কেন লাগে এতো ভালো ।
আজি এ রাতে এতো তারা কেন
রয়েছে দেখ জেগে,
রাখেনিত ঢেকে আজ কোন তাঁরা
আকাশের কালো মেঘে ।
প্রিয়া এলো বলে,
বাগানে আজ ফুটেছে কত ফুল
দিলাম তোমায় জুঁই চামেলি গোলাপ
খোঁপায় জবা ফুল ।
চোখে চোখ রেখে রহিলে চেয়ে
মুখে নেই কোন কথা ,
কিছু পরে তোমার একটু হাসিতে
ঘুচিল মনের ব্যাথা ।
যে প্রেম দিয়েছ
সে প্রেম পেয়েছি
সে প্রেম হৃদয়ে গাঁথা,
প্রেম যদি শুধু সুখ ঢেলে দেয়
তবে লাগে কেন এতো ব্যাথা ?
যত প্রেম আছে তোমার অঙ্গে
তত প্রেম ঢাল পিয়ালায় ,
আমি পিয়াব সে প্রেম
বসে বসে চাঁদের জোসনায় ।
মুখ খানি আজ লাজে লাল হল
কাপো কাপো দুটি ঠোট,
মায়াবী চোখে তাকিয়ে রয়েছ
হৃদয়ে প্রেমের চোট ।
ওগো প্রেয়সী, এত রূপ তোমার অঙ্গ জুড়িয়া
দেখিনি নয়ন মেলে,
আজ মোর এই শূন্য হৃদয়
ভালোবাসা দিয়ে ভরে দিলে ।
আজই এ তোমার হাতের কাঁকন
কেন লাগে এত ভালো,
তোমারি হাতের রুপে রুপেতা
করেছিল ঝলমলও ।
আগে তো বুঝিনি কখনো খুজিনি
এতো মধু এই প্রেমে,
যা কখনো হায় যায়না কেনা
জীবনের কোন দামে ।
প্রাণ খুজে পাবে প্রাণো বিনিময়ে
ভালোবাসা পাবে ভালোবাসা দিয়ে,
প্রেম খুজে পাবে হৃদয়ের মাঝে
যত পারো তুমি রাখিতে গোপনে ।
আজি এ ঘুম ভাঙ্গা রাতে
প্রিয়া হাতে রাখো ঐ হাত,
এই যেন হায় রাত পোহাল
ঐ যে এলো প্রভাত ।
এমনি জোসনার আলো থেকে আজ
নাহি যেতে চায় মন,
আসবে কি আবার ফিরিয়া কখনো
এমনি মধুর ক্ষণ ।
তুমি দেখ আমি দেখি
চোখে চোখ রাখি অনুক্ষণে,
এতো প্রেম বুকে ছিল জানিনা
ছিল সবই গোপনে ।