প্রাচুর্যের লোভ-লালসা ,পাপেপূর্ণ করে জীবন।
মৃত্যু যদি ঘনিয়ে আসে, লোভের হবে না মরণ।
উচিত হবে না জেনে নিবে সব।
অতঃপর,উচিত হবে না জেনে নিবে সব।
কখনই নয়, জানিবে নিশ্চয় মনু।
দেখিবে,মর্তের আগুনে এ মন-তনু।
আবার বলি, চাক্ষুষে তোমার অগ্নি হবে দেখা।
সেদিন তোমা,সকল কিছুর প্রশ্ন হবে রাখা।