আমি আঘাতে হানি চাবুক।
আমি পিপাসার বুকে বিষ।
আমি রক্তাক্ত প্রলয়ে প্রাণ।
আমি বিষন্ন চোখের আলো।
আমি ভাসমান এক ভাষা।
আমি পাথর মনের আশা।
আমি দুর্যোগের এক ধ্বংস।
আমি পথহারা দিকে অংশ।
আমি দিশেহারা এক যাত্রা।
আমি পাপিষ্ঠ পথের বার্তা।
আমি মুমূর্ষ হ্নদয়ে ছবি।
আমি স্বপ্ন ভাঙ্গা এক কবি।
আমি বিরহি চিবুকে ছন্দ।
আমি কুড়ে খাই সব দ্বন্দ্ধ।


আমি একাকি নিরব রাত্রি।
আমি ঝর্ণা জরা এক ঘূর্ণি।
আমি বালু ঝড়েতে কর্কশ।
আমি এক মর্তে ঘিরে স্বর্গ।
আমি গড়েছি নিজের বিশ্ব।
এ আমার ভয়ানক দৃশ্য।