কেউ‌‌ বলে প্রেম কি?
আমি বলি, তুমি এগুলো করে দেখ-


প্রভাতে ঘুম থেকে জেগে দেখ।
ফুলের কাছে প্রজাপতি হয়ে দেখ।
এতিমের কাছে খাবার নিয়ে দেখ।
ফকিরের সাথে বন্ধুত্ব করে দেখ।
জিতে যাওয়া যুদ্ধে ইচ্ছে করে হেরে দেখ।
যুদ্ধে সৈনিকের কাছে একটা চিঠি নিয়ে দেখ।
নির্যাতিতের কাছে শান্তির বাণী নিয়ে দেখ।
কবির কাছে তার কবিতা বলে দেখ।
বসন্তের বাতাসে ঘুড়ি উড়িয়ে দেখ।
বেকারের কাছে চাকরির কথা বলে দেখ।
মায়ের কাছে অনেক দিন পর যেয়ে দেখ।
বাবা নেই যার তার সাথে কথা বলে দেখ।


আমাকে বলা লাগবে না, দেখেনিও!
আমি বলি, তুমি এগুলো করে নিও-
তুমিই বলে দিবে প্রেম কি?
তুমি বলে দিবে এ প্রেমিক হব আমি।