আবার আমি হারিয়ে যাব মহাকালের পরে,
আমারে আর খুঁজিসনেরে কালে কালান্তরে।
এই দুনিয়ার মোহমায়া সয়না আমার মননে,
ভর দুপুরেই হৃদয় কালো অন্ধকারের বুননে।
ভোরের রবি পাঠায় যবে জ্যোতির পূর্বাভাস,
সাঝের আঁধার ঘনে এসে আমায় করে গ্রাস।
এইযে আলো আমার তো নয় চিনিনা এ ঘর,
আমি কারোর আত্মীয় নই সবাই হেথায় পর।
এই পৃথিবী নয় রে আমার চাইনা এমন কিছু,
একা আমি ছুটছি কেবল উল্টা দিকের পিছু।
আমার জগত অন্যখানে সেই জগতের পরে,
রাত্রিবেলা জোনাই পোকার মৃদু আলো ঝরে।
ঘরের চালে চড়ুই পাখির বাসায় ডাকে ছানা,
চড়ুইভাতি করে কিশোর আমবনে কয় জনা।
একটুখানি জংলা হলেই বনফুল আর ধুতরা,
শেষ রাতে তার পথে হাটে কল্লা কাটা ভুতরা।
দাদীর কাছে নাতনি ধরে গল্প শোনার বায়না,
সেইখানে কেউ বয়স কালে বৃদ্ধাশ্রমে যায়না।
দিনে সেথা বিলেঝিলে শাপলা শালুক ফোটে,
এ পৃথিবী কোনোমতে আমার তো নয় মোটে।
-------******--------
তারিখঃ২৪/০৬/২০২১ ইং
সময়ঃ০৮:০০/মাওয়া