আমি আবার কবি কবে থেকে!
দুই চারিটি ছন্দ লিখে কবি হওয়া যায়!
আবেগ ছাড়াই কবি!ভাবনা ছাড়াই ছবি!
আমি আবার কবি কবে থেকে!
আমি যে সেই শিশির ঝরার শব্দ শুনিনিকো!
যৌবনেরও ঠোঁটের কোণে পাইনি খুঁজে আকাশ!
লিপস্টিকের চাদর টেনে ঠোঁটের উষ্ণতাতে,
হয়নি আমার প্রেমের দানা সিদ্ধ করে খাওয়া।
আজ অবধি নিলাম না স্বাদ শুকনো কাঠের রসের।
হয়নি দেখা হিম শীতলের ফ্যাকাশে সেই রঙ।
তবে আমি কবি কবে থেকে!
আজও আমার ভাবনা গুলোর তলে-
প্রেমের ছলে হয়নি দলে কারোই আসা যাওয়া।
হয়নি কিছুই পাওয়া।
পাওয়ার কথা ছিলো যেসব অনুভূতির ছোঁয়া।
তবে আমি কিসের কবি বলো!
যেদিন আমি আপন হাতে নিংড়ে ব্যাথার রস,
আরেক হাতে পূর্ণ চাঁদের একটি কাটা ফালি,
যমের মুখে ঠায় দাঁড়িয়ে থোড়াই কেয়ার করি,
হৃদয় চুয়ে পড়বে সাহস ভরবে হাজার ঘটি।
তবেই আমি কবি।
তবেই আমি কবি হবো, বিলিয়ে দেবো সবই।
------*******------
তারিখঃ০৪/০৭/২০২১ ইং
সময়ঃ১০:০০ ঘটিকা/মাওয়া