বাংলার আমি রঙ দেখেছি পানকৌড়ির গায়ে,
চটকা গানের তাল খুঁজে পাই অষ্টাদশীর পায়ে।
শুকনো কাদায় কালচে সাদায় রঙের ছড়াছড়ি,
ভেট দিয়েছে কেউ যেন রঙ আঁজলা ভরি ভরি।
নীল আকাশের নীলচেপনায় ঘনায় সাদা হাসি,
মেঘের পরে ভাসায় জাহাজ স্বপন রাশি রাশি।
মাঝ আকাশে বাংলা ওড়ে পাখনা মেলে মেলে,
হাওয়ার ওপর ভেসে ভেসে অবুঝ শিশু খেলে।
শিশুটি আজ খেলছে কেমন বুকে পিঠে ঘাড়ে,
মিশে আছে বাংলা আমার রক্তে মাংসে হাড়ে।
বিরাট বাংলা শিশু আমার মন জুড়ে যায় লুটি,
হেসে খেলেই খেলার ছল এ করছে হুটোপুটি।
নদীর কূল ও বনের ফুলে আলোর অক্ষিপুটে,
আমার মনের প্রেম জাগিয়ে বেড়ায় ছুটে ছুটে।
এক জীবনের একটি আশা একটি চাওয়া মনে,
যেদিন আমি উড়াল দেবো লোকান্তরের পানে।
সেদিন সেইযে বিদায় বেলার শূন্য দুইটি হাতে,
আমার ভাগের বাংলাটুকুন দিও আমার সাথে।
---------*****--------
স্বরবৃত্ত =৪+৪+৪+২(অপূর্ণ পর্ব)=১৪
তারিখঃ ০৯/০৭/২০২১ইং
সময়১১:০০ঘটিকা/মাওয়া