কসবাই বলে আমি নাকি মরে গেছি।
ওরা কিচ্ছু জানেই না!
আমি আজও মরিনি,একটু একটু বেঁচে আছি।

আমি হলাম ভালোবাসা,আমি হলাম মায়া।
সবাই বলে ভালোবাসা কবেই গেছে মরে।

আমি আজও মরিনি,একটু একটু বেঁচে আছি।
আমায় কি কেউ এক পোয়াটাক জীবন দিবে!

একটু জীবন পেলে আমি আগের মতো জীবন্ত হই!

ওই দেখোনা গাছের সাথে সবুজ রঙের নেই যেন ভাব।
চাঁদের গায়ের কলঙ্ক দাগ আগের চেয়ে বাড়ছে যেন।

রামধনুকের বিবর্ণ রঙ আগের মতো মন কাড়ে না।
প্রজাপতি রঙ ছাড়া না ছন্নছাড়া তাই বোঝে না।

নদীর সাথে জলের যেন কেমন কেমন রেষারেষি।
হুতুম প্যাঁচার গম্ভীরতা আগের চেয়ে অনেক বেশি।

দূর্বা ডগায় শিশির কোথায়, বকুল ফুলে ঘ্রাণ!
ধানের শীষে প্রাণ,কোথায় সাদা বকের ডানায় রোদ।

কিশলয়ের নেই কোলাহল,কচি কচি ভাবটা।
কাশফুলে নেই আলতো ছোয়ার খেলা।

তাইতো সবাই বলে-
ভালোবাসা কবেই গেছে মরে।

আমি আজও মরিনি,একটু একটু বেঁচে আছি।
কেউ কি আমায় এক পোয়াটাক জীবন দিবে!

একটুখানি জীবন পেলে আবার আমি জীবন্ত হই।

                    -------****-------
তারিখঃ০৫/০৭/২০২১ ইং
সময়ঃ১১:০০ঘটিকা/মাওয়া