আজকে বেজায় বাদল ধারা ঝরছে রাশি রাশি,
থেকে থেকে ডাকছে আকাশ বারির পাশাপাশি।

রিম ঝিম রিম ঝিম সুরও তান বাজেরে এ মনে,
আজকে হেথায় সকাল বেলার বাদল বরিষণে।

ঝিরঝিরিয়ে পড়ছে দারুণ একটি দুইটি ফোঁটায়,
বৃষ্টি তো নয় অযুত প্রাণের নিযুত শক্তি জোটায়।

লাখ জীবনেরই সঞ্জীবনী বাদলা ফোঁটা গুলোয়,
আছড়ে পড়ে উঠোন কোণের অর্ধভাঙ্গা কুলোয়।

লেবুর পাতায় আছড়ে পড়ে ছিটিয়ে গেলে পুরো,
তারই গানে হাল ছেড়ে দেয় হারমোনিকার সুরও।

আমি পাগল জলের ফোঁটায় আয়না দেখে ফিরি,
আকাশ পাতাল বন দেখি আর দেখি সাগর গিরি।

সবাই দেখে তাও দেখে না লুকায় বিশ্ব মুখচোরা,
সেই দৃশ্য দেখতে লাগে দেখার মত চোখ জোড়া।

আমার মতো আমিই কেবল ধন্য আমার জীবন,
একটি জলের ফোঁটা আমায় দেখায় সারা ভুবন।

               ----------*****----------
তারিখঃ২৭/০৬/২০২১ইং
সময়ঃ১৫:০০ঘটিকা/মাওয়া