কবিতাঃ  "বুড়ী"
   কবিঃ    বর্ণ

তারিখঃ ০৭/০৬/২০২১ ইং
সময়ঃ ০৮:২০ ঘটিকা


বলেছিলে নাচ শেখাবে আমায় আমার বুড়ীটা,
খেলাচ্ছলে সেই ভেঙ্গেছে কি মনোরম জুড়িটা।

কাচের পটের মতোন করে আছাড় মেরে যেন,
অযুত নিযুত টুকরো করে গুড়িয়ে দিয়ে কেন?

জানিই না সে কিসের রাগে মান করেছে কিসে,
আমার হৃদি নীল করেছে কাল নাগিনীর বিষে।

সে বিষ মোরে কাতরে মারে নেইক পাশে তুমি
পাপে পাপে হলে আমার নাপাক প্রেমের ভূমি।

নাপাক ভূমে আর ফোটে না রক্ত রঙা গোলাপ,
পাগল হৃদয় একলা বকে ব্যার্থ প্রেমের প্রলাপ।

অযথা এই মন যে আমার প্রেমের ফুলে সাজে,
মন বোঝেনা সে আমারে ভালোই বাসে না যে।

ছাড়ো প্রিয় আমাদের সে প্রেমের কথা থাকনা,
খুলে রেখ তোমার মনের দুখের হাড়ির ঢাকনা।

আমার দেওয়া দুঃখ সকল কর্পূর এরই মতো,
উবে গিয়েই শুকায় যদি তোমার প্রাণের ক্ষত।

তবে প্রিয় আমি রাজি থাকতে তোমায় ছাড়াই,
চড়তে রাজি একলা বেয়ে হিমালয়ের খাড়াই।

তোমার চোখে আমার প্রণয় মিথ্যে এবং মেকি,
সত্যি তা নয় চোখ মুদলে তোমায় শুধুই দেখি।

জানি তুমি নেইকো ভালো আমায় ছাড়া মোটে,
তোমার মনে আমার জন্য গোলাপকলি ফোঁটে।

ঐ কলিটা ফোঁটে না আর হয়তো গোলাপ হয়ে,
হারিয়ে তোমায় থাকি তবু হারিয়ে ফেলার ভয়ে।

তোমার বুকে মাথা রেখে হলোই না আর বাঁচা,
তোমার জন্মদিনে আমার আর না হলো নাচা।
            ---------*********----------