কি মা তুমি ভাবছটা কি তোমায় ছেড়ে ছেড়ে,
ক'দিন ধরে একলা আমি আছি কেমন করে।
তাই কি মাগো বুকখানিরে ভাসায় নয়নজলে,
ব্যথার মালা আপন হাতে করলে ধারণ গলে।

মাগো তুমি আর কেঁদোনা আর করোনা দুঃখ,
আর করো না মুখটি অমন সিক্ত মলিন রুক্ষ।
আমিতো মা এখন হেথা নেইকো মোটে একা,
প্রতিদিনই শুনবে কি মা কার সাথে হয় দেখা!

নিত্য কতো কাণ্ড যে হয় সব কি মাগো জানো,
হেথায় আমার চরণ-চুমে রূপকথার ঐ দানো।
পাতালপুরীর একচোখা ভুত নিত্য এসে কাছে,
একটি ছড়াই শিখবে বলে ঘুরছে আগে পাছে।

আর আছে এক কালাভুতে গল্প শোনার তালে,
"গল্প শোনাও,গল্প শোনাও"চেঁচিয়ে মরে ডালে।
ভাবছি মা গো শুনিয়ে দেবো যে গল্পটা ভীমের,
আর পড়াবো দুয়েক চরণ হাট্টি-মা-টিমটিমের।

শারদীয়া নীল আকাশে কোদাল-কোপা মেঘে,
মেঘ পরীদের সাথেই থাকি মিশে আড়ে-দীঘে।
রোজ সকালে ফেরেশতারা প্রভুর তরফ হতে,
আমার প্রাণের সুখ আনে যে খোদার রহমতে।

আমার জন্যে স্বর্গের সব দ্বার ক'টিই মা খোলা,
আমি'ত এক অবুঝ শিশু সব মনে দেই দোলা।
আমি তোমায় রোজই দেখি তুমি দেখো নাতো,
কেমন করে দেখবে আমি তো ওই রবির মতো।

আমি মা যে রশ্মি ছড়াই তার যে ভীষণই ঝাঁঝ,
এখন আমার নয় আপনার ওই পৃথিবীর সাঁঝ।
না পায় আস্থা নিশীথ রাস্তা ভোলে না অর্বাচীন,
এখন আমার সকল ক্ষণ'ত কেবলি দিনই দিন।

আমার কোন পূর্ণিমা নাই,নাইকো রাতের তারা,
রবির আলোয় উজ্জ্বল আমি রাতের চন্দ্রহারা।
ঝলসানো রোদ কাঁধে নিয়ে আকাশ জুড়ে ধাই,
তাই'ত মাগো আমায় দেখা সাধ্যে তোমার নাই।

আমায় নিয়ে ভেবো না মা আমি আছি হেসেই,
রংধনু সব রাঙায় আমায় গভীর ভালোবেসেই।
মেঘেরপরী রোজ আমাকে তোমার কথা পুঁছে,
আর করো'না মাতম গো মা অশ্রু ফেলো মুছে।

      ---------********---------
তারিখঃ৩১/০৭/২০২১ইং
সময়ঃ ১১:০০ ঘটিকা/মাওয়া