যারাই যোগান ক্ষুধার অন্ন,
তাদেরকে দেই যৎসামান্য,
বাকিটা খায় ভয়ংকরি ঠগী,
নাম দিয়েছি মধ্যস্বত্বভোগী।
আমার দেশের সকল চাষা,
হয় নাকো তার দূর দুরাশা,
শ্রমের বদল পাচ্ছে না হায়,
লাভের অংশ অন্যেরা খায়।
চাষার গরু হাড্ডিসার আর,
ঠগীর'ত সখ কুকুর পোষার,
চাষির অর্থ মেরে ঠগী হাঁরে,
খাদ্য ঠুঁসে ফরেন কুত্তাটারে।
--------****--------
তারিখঃ২৫/০৫/২০২১ইং
সময়ঃ১২:০০/মাওয়া