বলব আজ এক ঈর্ষাবিধুর নিঠুর লোকের কথা
মশার মতোন খুন করেছে হাজার লোক অযথা।

এমন লোকের নামটি নিতে লাগছে মনে ছি! ছি!
লাল সবুজের দেশে সে এক ঝাল মরিচের বিচি।

মরিচ যেমন মাখলে দেহের চামড়া জ্বলে পোড়ে,
তেমনই করে জ্বালিয়ে সে এই দেশের নারী নরে-

পুড়িয়ে তাদের খাক করেছে বাক নিয়েছে কেড়ে।
সোনার দেশে হীরার লোকের সুখ গিয়েছে ছেড়ে।

কতো নারীর সম্ভ্রমে তার লাল হয়েছে হাতজোড়া,
কতো সরল প্রাণের জন্য হলো কতো গোর খোড়া।

দেশের সবাই চিনতো তাকে "রাঙ্গা চোরা" নামেতে
খ্যাত ছিলো খুন-খারাবি রক্ত রেপ আর উৎখাতে।

অবশেষে আসলো সে দিন ডুবলো রবি অসুরটার,
বাংলাদেশের লাখো মানুষ সেই যাত্রায় পেল পার।

জন্ম নিয়ে এই পৃথিবীর বিদঘুটে প্রাণ হায়রে হায়,
সে নাম আজো শুনলে সবে ঘৃণাভরে মুখ ফেরায়।

সোনার দেশে কোমলপ্রাণের সকল মানুষ শোনো,
এমন তর নাম যেন আর হয় না হেথায় ককখনো।

             ----------*******------------
তারিখঃ ১৩/০৬/২০২১ইং
সময়ঃ২৩:০০ ঘটিকা/মাওয়া