তুমিই যে দিন ছুঁলে আমার-
কুঁড়েঘর এর দোরটা-
কেমন যেনো বদলে গেলো-
সেদিনের ঐ ভোরটা।

আলো সেদিন খেলছিল বেশ-
কাঠবিড়ালির মতো,
পাতার বদল ঝরল ফুল আর-
পাপড়ি কতো শত।

সকল ঘাসের ডগায় ডগায়-
শিশিরকণার আদল,
তোমার নামে ঝরল বোধহয়,
প্রথম প্রেমের বাদল।

আকাশ জুড়ে তোমার নামে,
ভাসল মেঘের ভেলা,
খেলল সে'ঠিক যেমনটা চায়,
যেমন খুশির খেলা।

তোমার আসায় বনের পাখি,
যায়'না আপন কাজে,
রামধনুক এর রঙ লুফে তার,
যেমনি খুশিই সাজে।

তোমার আসার খবর জেনেই,
আমার মনের দেশে,
কোন বাগিচার সুবাস আসে,
হাওয়ার পরে ভেসে!

আকাশ থেকে ঝরলো যেমন,
ফুলঝরি আর তুবড়ি,
মনের জ্বালা পড়লো আমার,
মাটিতে মুখ থুবড়ি।

তোমার মনের সুখ জোগাতে,
কি মিষ্টি গান গেয়ে,
নাম দিয়েছে তোমার এ মন,
কাজল চোখের মেয়ে।

----------*******---------
স্বরবৃত্ত ছন্দ
৪+৪+৪+২
তারিখঃ২৭/০৮/২০২১ইং
সময়ঃ ০৭:০০ ঘটিকা/মাওয়া