হররোজ মম স্বপনে আসে রে বাজে রে বিজয় ডঙ্কা,
লহরীরই ন্যায় আহুতি যে দেয় পরাজিত কতো শঙ্কা।
দুইটি পা যেন ভিজে ভিজে ওঠে সেই শঙ্কারি ক্রন্দনে,
থেকে থেকে তারা নত করে মাথা অনবরত প্রবঞ্চনে।
আমার স্বপনে আসে যে গোপনে সেই ভুবনেরও ডাক,
সেই যে ভুবন আর এই ভুবনেতে এতটুকু আছে ফাঁক।
যতটুকু ফাঁকে পাশা পাশি থাকে ঘাস ও শিশির বিন্দু,
যতখানি দূরে থাকে সরে সরে মুক্তো শামুক ও সিন্ধু।
যতটুকু ফাঁক চোখে পড়ে ওগো চোখের দুইটি পাতায়,
যেটুকু হিসেব মেলে না কখনো জীবন খসড়া খাতায়।
এমনই ভুবন দাও হে বিধাতা গড়ায়ে আমারই হৃদয়ে,
রুখো গো বিধাতা সকল বিঘ্ন সুখের ও অরুণ উদয়ে।
সে ভুবনে শোনো কাঁদিবে না কেহ হবে শুধু হাসাহাসি,
ঘৃণা ও যাতনা রবে না কেবলই রবে ভালোবাসা বাসি।
-----------*********------------
তারিখঃ২৮/০৬/২০২১ইং
সময়ঃ২৩:৫০ ঘটিকা/মাওয়া