অগ্নিকন্যা নই তাই অগ্নিতে ভীষণ ভয়
শিক্ষার প্রস্থটিও খুব একটা চওড়া নয়
মননের দ্বারে মরিচা পড়েছে বহুদিন হলো
অবচেতনে ভাবি,
আমারও কী কোনদিন কোনো খোলা আকাশ ছিলো?
তারুণ্যে আকাশকে বড় প্রাণহীন মনে হতো
ভাগ্যের প্রতিদানে তাই সাবলীল প্রশ্বাস গুলো গত
ভীষণ প্রিয় প্রাণোচ্ছল ছিলো যে বারিধি মম
বাঁধভাঙ্গা জোয়ারে হারিয়েছে সুখ পাহাড় সম
কাঁধের ঝোলাটি কড়িশূন্য বলে
জগতের নিয়মগুলো লাগে গোলমেলে
বাহ্যিক রূপে আমি বহু আগে ফেল
নীরবে সয়ে যাই তাই জীবনের খেল
একটি বার যদি পেতাম কোন এক রঙ্গিন ঘুড়ি
নাটাই হাতে সুতোটি ছেড়ে,হেমন্তের কোন এক বিকেলবেলায়
শরীরের সবটুকু জোরে ছড়িয়ে দিতাম প্রদাহের সবটুকু নুড়ি।