দিনান্তের মোহিনী প্রেমময় তেজে
অবরুদ্ধ সময়
অভ্যস্ত যাপিত জীবন ফেলে
নিঃশ্বাস খোঁজে প্রণয়।
সৃষ্টির ভারে নুয়ে পড়া মাথা
আশ্রয় খোঁজে তার বুকে
প্রেমের পরশ বোলানো ছোঁয়ায়
আঁখি মুদে তৃপ্ত সুখে
কোনো এক সাত সতেরো অপরাহ্নে
চিত্রিত হলো প্রেম উন্মুখ বক্ষপটে
স্মৃতির নুড়িগুলো আজও খেয়া ভাসায়
অবসরে কাগুজে কাব্য তটে
মা ভগিনী প্রেয়সীর দেবীমূর্তি তুমি
প্রেমের ভেলায় ইপ্সিত মদিরা
অতীতের বুকে পদাঘাতে মানচিত্র আঁকি
দিনান্তের ক্রোড়ে নিপাত যার পূর্ব প্রণয়ের স্মৃতিরা।।