আল্লাহের ভয়েতে মুমিনের মনেতে রক্তক্ষরন,
মনের মত ডাকতে না পারাতে দুই নয়নে অশ্রু বিসর্জন,
আল্লাহের প্রিয় বান্দা হতে না পারার জন্যে আফসোসে মাতম,
হৃদয়ে কাফন তোলা তোমাকে পাবার প্রণয়ের ক্রন্দন,
মাতম তোলা সেরা প্রিয় বান্দা হবার তরে আর্জি,
জানিনা পরম করুণাময় কি করে ডাকিলে তোমার হবে মর্জি!
ঘূমের ঘোরে থাকিতে চাহিনা আর রহমতের সময়ে উঠিবার দাও,
ওহে শেষ বিচার দিবসের পালনকর্তা, রুটিরুজির মালিক,
ধৈর্য দাও আমায় যেন ডাকিবার পারি অহনিশি তোমায় নামে ঐ খালিক,
চাহি তোমা হতে করুণা আর দয়া ভিক্ষা,
কোথায় গেলে পাব ঐশী সকলি দীক্ষা,
মোদের অন্তরে ঐশ্বরিক সুদৃষ্টি জাগিয়ে দাও আপনা হতে,
শানিয়ে দাও যা চাহি বারে বার রোশনি এহি শিক্ষা,
পাপ মার্জনা কর করজোড়ে এই করি মিনতি,
গোমরাহির সঙ্গী করনা, রহমত বারি হতে নিরাশ করনা।