ও নদীরে তোর বুকে কত পানি আছে বল
বুকে জল টলমল, বয়ে চলে পানিরে,
তাহা কেবলই দ্যাখে নিজ মনেরে,
জলখেলেরে উজান আর ভাটির মেলায়,
ঝির ঝির ঝড়ের আকাশি মিষ্টি জল ফেলায়,
রুপ চঞ্চলা মেতে উঠে বৃষ্টির জলের প্রবাহে,
টাপুর টুপুর বৃষ্টির জলে,
আহা কি অপরূপ মিতালি বয়ে চলে,
নদীতে ঝলমলে প্রবাহ বন্ধনে !