হারিয়ে গেল হাতের চিঠি , হারিয়ে গেল লেখা ,
আবেগ আমার মোটুফোনে , ভয়েস পারাপারে ,
মনের আবেগ মনে , খালি সময় গুনে,
বাস্তবতা কেমন? আগের জেনারেশনের স্বপ্ন ও ছিলনা এমন!
এখন শুধু ফেবু তে হয় চ্যাঁটিং , অনলাইনে হয় মিটিং,
ফাইল শেয়ারিং - ও কেমন কেয়ারিং?
মোবাইল অ্যাপস , ভিডিও গেমস
সেলফি, আরে এ কেমন ভেল্কি?
স্ক্যাইপে, ভাইবার, ওয়াটস অ্যাপ টকিং
ভয় হয় যদি হয় হ্যাকিং!
ই-মেইল স্স্পা্মিং কোটি ডলারের গেমিং
পরীক্ষা হয় এদেশে , স্ক্রিপ্ট দেখা হয় বিদেশে,
আগে সময় খেত আড্ডা , এখন সোশ্যাল বদ্দা !
উল্টা পাল্টা লেখলে , পাবলিক দেখলে - নির্ঘাত সেলামি !
কি হে প্রযুক্তি ?