নাড়ীর বাঁধন করো নাকো ছিন্ন, হয়োনা কভু দিক ভ্রান্ত!
তুমি জন্মেছ সেথায় মাতৃ জটরে, দুনিয়া লোভে হচ্ছ ক্লান্ত?
নারীরা দেয় ভিন্ন ভালবাসা, প্রেমিকারটা ছলনার হলে ও মায়েরটা নয়!
বিয়ে করতে হয়, ঘর বাঁধতে হয়, এটা নবীজির সুন্নত ও দুনিয়ার রীতি,
তাই বলে বউয়ের প্রেমে মায়েরে ছেড়ে যাওয়া হলে, হবে কি সদগতি?
মনে রেখ খাটি প্রেম কখনো মাতৃমায়া পৃথক করে না, হলে এ ডাকে দুর্গতি!
মা -বাবার সাথে করনাকো এমন আচরণ যাতে তারা 'ওহ' শব্দ উচ্চারন করে!
আধুনিক সমাজে প্রায়শই দেখি আলাদা হয় তারা, বৃদ্ধাশ্রমে যায় বাবা, মা!
এমন নির্দয় হয়ো না, তুমি কি ভুলে গেছ অন্তরে রয়েছে রক্ত যে তার, ওমা!
অসুস্থ হলে সেবা কর যেমন শৈশবে তারা করেছে তোমায় লালন,
বুঝিবে মা-বাবার আদরের মর্ম যখন হারাবে পরম ধন!
কাঁদিলে আর ফিরিবে না কুঁড়ে ঘরে তোর, পাষণ্ড মন!
বরং তুমি যতদিন পাও মা-বাবারে কর আদর-সম্মান,
পাবে তুমি শান্তি উভয়কালে-জান্নাত রয়েছে যার পদতলে,
মায়ের খেদমত কর ও মাকে ইহকালে খুশী রাখ, তুমিতো পর নও!
মায়ের প্রতি, বোনের প্রতি, স্ত্রীর প্রতি, কন্যার প্রতি, গোটা নারী সমাজের প্রতি সদয় হও,
বায়েজিদ দাঁড়িয়েছিল মায়ের শিয়রে পানির গ্লাস হাতে নিয়ে রাত্রিয়ে না ঘুমিয়ে,
ওয়ায়েস করনি (রাঃ) পিঠের উপরে করে ঘুরেছিল জংগলে বৃদ্ধা মাকে নিয়ে,
আল্লামা ইকবাল কবি সেরা হয়েছে মায়ের দোয়ার বরকতে,
মা তো সেই যে কিনা সৃষ্টিকর্তার কাছে করে দোয়া, রাখে রোজা মহব্বতে,
পরে নামাজ সন্তানের সর্বদা মঙ্গলের জন্যে, এ মায়ার বাঁধন কখনোই ছিড়ে না!
এমন মা-বাবারে দিয়নাকো ব্যাথা, তাদের করনাকো অসম্মান,
থাকতে শরীরে তোমার জান, ওহে ক্ষণস্থায়ী মানুষের প্রাণ!