সিলেটের দুটি পাতা একটি কুঁড়ি সবুজে আচ্ছাদিত চাবাগান মেলা,
হাকালুকি, টাঙ্গুয়ার হাওরে জলেতে ভাসে বাহারি মাছের খেলা,
শোনা যায় কলরবরত ও উড়ন্ত পাখির ডানা ঝাঁপটানো কিচিরমিচির,
নৌকোতে জাফলং, লোভাছড়ার জলেতে প্রাকৃতিক চলমান পাথুরে প্রাচীর,
টিলা আর পাহাড় ঘেরা বনবনানীতে শোভাচ্ছাদিত রয়েছে গাছ,
লেক রেখেছে পরম যতনে পর্যটকের জন্য স্বচ্ছ জলের পরশ আর মাছ,
হামহাম, মাধবকুন্ড, জাফলংয়ের ঝর্ণা দিয়েছে বাহারি শোভা,
বাংলার অ্যামাজন রাতারগূলের জলাবন জংগল, শাপলা ফোঁটা বিলের মাঝে ওরে একি আভা?
শ্রীমঙ্গলের লাউয়াছড়ায় আছে গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ ও হরেক রকমের বুনোপ্রানী,
কত যে রয়েছে প্রানী জগতের পাখি, বুনো জন্তু, সবি কি আমরা আগে থেকেই জানি?
স্বাগতম, সুস্বাগত ভ্রমণপিপাসু হে সম্মানিত পর্যটক আপনাকে স্ববান্ধব সিলেটে আমন্ত্রণ ।।


------>>> রেজাউল আবেদীন। ২৩/১২/১৬ইং, শুক্রবার।