যে প্রতিচ্ছবি মেরেছিল আয়না ছুঁড়ে
ছিটকে ছিটকে আসে আজ স্মৃতি খুঁড়ে
তারপর কত বদলে গেছে বাস্তব
শিশুবেলা, ছেলেবেলা আজ নিরব
এখনও রক্তক্ষরণ থামেনি ক্ষতে
চুবানো আয়না ভাসছে ঐ স্রোতে
সেই আয়না ভাঙছি বারবার
খুঁজছি কৈশোর, যৌবনের বাহার
এখন খসুক, খসে পড়ুক জীবনের চুনকাম
পড়ে থাক অবাক হয়ে ময়না তদন্তের খাম ।