আমি বোধ হয় মানুষ হয়ে গেছি
এক্ষনে জানিলাম ঠিক হয়নি --- কবিতায় ছিলাম ঠিক ছিলাম।
'মানুষ' আমাকে কেউ বোঝে না ভালবাসে না
কবিতার আমাকে আঁকড়ে ধরে বাঁচতে শিখে
এ-ও বুঝিলাম 'মানুষ' আমি বিচ্চিরিরকমের বাজে
চরিত্রে দাগ-লাগা কলঙ্ক।
তাই ভাবছি, চলে যাবো
'মানুষ' থেকে আবার কবিতায় ফিরে যাবো,
হয়তো আর দেখা হবে না।
'মানুষ' আমার অনেক চাহিদা --- অনেকসময় মেটানো সম্ভব হয় না,
কবির নিজের কোন চাহিদা নাই।
মানুষ হয়ে যদি তোমাকে না পাই
তবে না হয় কবিতায় তোমাকে খুঁজবো,
যেদিন আমি মানুষ থেকে কবিতায় ফিরতে পারি
হয়তো দেখা হবে।
আর তুমি যদি বোলো --- ''মানুষ হয়েই থাকো
কবিতাও পাশে থাকলো --- আর তুমিই তো বোলো
আমি নাকি আস্ত একটা কবিতা।''
তাহলেই না হয় কবিতার পাশাপাশি মানুষ হয়ে থাকবো।