সবকিছুই খারাপ; সবই অশুভ, অশ্লীল, অশুচি।
আমিও দূষিত হয়ে মন্দ মন্দিরে নোংরা হয়ে বাঁচি।
আমি বাঁচি,
তোমাদের অহেতুক শত অভিযোগ আর অভিশাপে।
নষ্ট আমি, এগিয়ে চলি নরকের পথে ধাপে ধাপে।
দেখেছ তোমরা,
আমি এগিয়েছি কালিমাখা চির নোংরামির অন্ধকারে।
করেছ কি অনুভব আমিও পুড়েছি আমারই ভিতরে?


তোমরা শুধু লিখেছ হাজারো কানুন, করনি পালন,
তবে কেন আমরা করব না তোমাদের নীতি প্রতিস্থাপন।
বৃদ্ধ,
তোমাদের দুর্নীতি আর অপনীতির সবই জানি,
তবু কেন চাও তোমাদের নিয়ম আমরা মানি?
আমরা চাইনি তোমাদের উৎশৃঙ্খল রেষারেষি,
চেয়েছিলেম শান্তি,ভেবেছিলাম হব না প্রবাসী !
তবু থামো নি তোমরা; দেখেছ শুধু আপন স্বার্থ।
আমরা চেষ্টা করার আগেই বলেছ, "তোরা ব্যর্থ"।


উড়তে দাও আমাদের, দাও মোদের মুক্তি,
রুখতে আমাদের, দেখিও না আর তোমাদের ভ্রান্ত যুক্তি।
আমরা চলছি, "ঊষার দুয়ারে হানিতে আঘাত"।
আমরা জানি,মুষ্টিবদ্ধ করতে এ দু'হাত।


আজ করব পাঠ নব্য-নয়া ইশতেহার;
যে বুলেটিন করবে সকল দুষ্টের সংহার।
দিব,ছুটি দিব, যত আছে নোংরা অশুচি খারাপের দল,
দিব বাজিয়ে আরোও জোরে, তারুণ্যের মাদল।


---
18 October, 2013
ক্ষয়িষ্ণু শ্রদ্ধাবোধ
ফাহিম শিহাব রেওয়াজ