ব‌সে একাকী ঘ‌রে অাপন ম‌নে ,
অন্ধকা‌রের ভিতর স্বপ্ন জা‌গে ।
স্ব‌প্নের সেই ঝোপঝা‌ড়ে অা‌মি,
‌ নিরত প‌রিচর্যায় ব্যস্তগামী ।


কখ‌নো অা‌লো‌তেই স্বপ্ন অবাস্তব,
অাবার কখ‌নো অন্ধকা‌রে স্বপ্ন বাস্তব।
(অা‌মি) স্ব‌প্নের ঠিকানা খু‌জে না পাই,
(অা‌মি ) শঙ্কায় জিহবা কামড়াই।


ব‌সে অ‌ফিস ফা‌কে, কা‌জের ঝা‌কে,
নিয়ত ঘু‌রে ফি‌রে অন্ধকা‌রের ভিতর স্বপ্ন-
জা‌গে বড়, নি:শ্বা‌সে বিশ্বা‌সে,
দে‌খি বু‌কে বড় দীর্ঘশ্বাস ছু‌টে ।