তুমি যাই বল না ভাই
আমার অনেক টাকা চাই;
সকাল বিকেল ফাস্টফুড খাব , বান্ধবিকে নিয়ে সিনেমায় যাব
ইচ্ছে হলেই ঘুরতে যাব, যা খুশি তাই কিনতে পারব ।
কেন জান? – এই জীবনে আমার চেয়ে বেশি আর কারো হক নাই !  


টাকা হলে  আমি আমিই থাকব
আগের মতই চিতপটাং ঘুমাব
আকাশ দেখব, গন্ধ শুঁকবো, একই বাতাশ বুক ভরে নেব
বদলাবে কি তা জানো ?
তোমরা সবাই আমার থেকে নীচে নেমে যাবে - মান ।


তুমি যাই বল না ভাই
আমার একটা ভাল চাকরি চাই;
বছরে দুটো বোনাস পাব, বসের সাথে ব্যাংকক যাবো
ইচ্ছে হলেই ছুটি নেব, যখন তখন  অফিসে যাবো ।  
কেন জান? - আমার মত যোগ্য লোক আর পাবে না তাই ।


চাকরি হলে অফিসটারই  যে উন্নতি হবে
বিদেশ থেকে লোকজন আসবে
প্রশংসা করবে, দুঃখও করবে, তাদের দেশে যেতে হাতে পায়ে ধরবে
বলবে কি তা জানো ?
আমাদের দেশে এমন মানুষ জন্ম নিল না কেন ?


তুমি যাই বল না ভাই  
আমার একটা আলিশান ফ্ল্যাট চাই;
বাড়ি হলে ভাল হতো, মর্মর পাথরে মোড়ানো যেত
দারওয়ান থাকত, মালি থাকত, তিন চারটা কুকুরও থাকত
কেন থাকত জান? - নিরাপত্তার চাইতেও ক্ষমতা দেখানো যেত ।


বাড়ি হলে আরও বড় হতাম
ছাদে দাড়িয়ে আকাশ ছুঁতাম
বাহিরটাকে ময়লা করলেও ভিতরটা টিপ্টপ রাখতাম ।
এমন কেন জান হতো ?
দেশের কথা বোলনারে ভাই, বাড়িটা যে আমার - তাইতো !  


তুমি যাই বল না ভাই
আমার একটা সুন্দরি বউ চাই;
ভাল ভাল রান্না করবে, সারাক্ষন আমার সেবা করবে
আমার কথায় উঠবে বসবে, সংসারটা আগলে রাখবে ।
কেন জান? – মানুষের মধ্যে সেরা আমি - পুরুষ মানুষ বলে !


বউ হলে যে উন্নতি হবে
জামা কাপড় ইস্তিরি রবে
মাথা টিপবে, শরীর টিপবে, প্রয়োজনে -অপ্রয়োজনে পা টিপবে
করবে কেন তা জান?
আমার সোনার দেশে যে মেয়েরা আজও মূল্যহীন-ও ।