ভালোবাসা   রেজা খান


কখন যে পাঁজরের মধ্যখানে
নীল বিষের মতো একটি গোলাপের বীজ ঢুকে গিয়েছিলো – টেরও পাই নি।
হটাৎই বুকের পাঁজর ভেদ করে
ডালপালা নাড়িয়ে
আমাকে জানান দিয়ে যায় – এই তো আমি।


অবাক বিস্ময়তায় মূক চেতনা আমার –
কাঁটার খোঁচা ... দোদুল গোলাপের ছোঁয়া সবই যে ভাললাগে।


প্রতিটি কাঁটার খোঁচায় আবার কখনও মায়াবী ছোঁয়ায় সে জানান দিয়ে যায় –
আমি আছি...
বুকের সবটুকু জুড়ে আছি।