ছোট ছোট ভুলগুলি ধরা পড়ে ... পড়ে না
মনে হয় কিসের ভুল? – আমাকে দিয়ে তো হয় না।


ছোট ছোট ভুলগুলি করে যাও ... বার বার
এতো বলি তাও কেন কথা কানের ঐ পাড়?


পৃথিবীটা হতো যদি আয়নায় মোড়া-ঘেরা
নিজেদের ভুলগুলি হতো কি চুলচেরা?


ছোট ছোট ভুলগুলি জমে হয় হিমালয়
নিজ চোখে তবু কেন অদেখা ধূলিই রয়?


চারপাশ ভেসে যায় ভুল ভুল জোয়ার জলে
আগেকার ভুলগুলি নতুনের ভুল তলে।

এই ভুল ঐ ভুল - ভুলেই যে জীবন ভরা  
আর ভুল করব না – রয়েই যাবে অধরা!