কি আর যাবো চাঁদের দেশে চাঁদ এসেছে ঘরে।
জোছনা কিরণ দিবস যেমন আঙ্গন গেছে ভরে।।
ঝিলের জলে চাঁদের কিরণ জল টলোমল ঢেউ।
মুক্তা মাণিক হাজারে হাজার রেখে গেছে কেউ।।


কুশুম বাগের কুশুম কলি উঠেছে আজ জেগে।
পবন চলে খোশবু নিয়ে শতেক ঘোড়ার বেগে।।
গোলাপ জবা জুঁই চামেলি নানান ফুলের ঘ্রাণ।
হাজার মনের স্বর্গ আমার জুড়িয়ে গেছে প্রাণ।।


ঝিঝি পোকার ঝিঝি গানে নতুন আমেজ সুর।
জোনাক জ্বালে ক্ষীণে বাতি হারিয়ে গেছে দুর।।
বনের পাখী ঘুমিয়ে গেছে দিন চলমান পরে।
পশু কিবা তাদের ছানা আপন আপন ঘরে।।


তেমনি আমার ঠাঁয় ঠিকানা ঘরে আপন মন।
পশু পাখীর আবাস লিলা যেমনি গহীন বন।।
চাঁদ খানি মোর জনম জনম এমনি করে বাস।
কি আর চাবো অনেক পাওয়া সকল আশের আশ।।