দিনের পরে দিন চলে যে মাসের হল শেষ।
রোজার মাঝে নেক নিয়তে কাজ করেছি বেশ।।
করবো এমন বাকি জীবন আল্লাহ সহায় হন।
মিলেমিশে চলবো সবে তাই করেছি পণ।।


চাঁদ উঠেছে দুর গগনে ঈদের খুশী ভার।
বাচ্চা বুড়া জোয়ান সবার মনের অহংকার।।
রোজার শেষে যত হাসি তত খুশীর টান।।
নাজানি তা কিসের মায়া আল্লাহ তাআলার শান।।


গরীব দুখী ফকীর এতীম ওরা সবাই সাথ।
ফিতরা যাকাত পয়সা কড়ি- ধরবো তাদের হাত।।
না হয় কারো দুখের জ্বালা, না হয় চোখে জল।
খুশী সবাই বাটবো মোরা চল রে আগে চল।।


সকাল হবে, নতুন কাপড়, লাইন যাবে দুর।
তাকবিরেতে আল্লাহ মুখে লাগবে মধুর সুর।।
ঈদগাহতে লোক সমাগম পড়বে নামাজ তাই।
আল্লাহ তাআলার আদেশ তাহা পালন হওয়া চাই।।


ঘরে ঘরে সিমাই রুটি, ইষ্টি কুটুম ভাই।
সবাই আপন, সবাই সাথী নাই ভেদাভেদ নাই।।
গলায় গলায় খুশীর মিলন আল্লাহ রাজি তাই।
বছর ঘুরে আবার মিলন খুশীর মোহনায়।।