জীবন মানে ফুলে সাজা ফুল শয্যা নয়।
কদম কদম কাঁটার আঘাত সয়তে জানি হয়।।
দুরের থেকে গোলাপ শাখে লাগে ভালো ফুল।
কাঁটার আঘাত তেমনি যেমন খাইতে গেলে কুল।।


পদ্ম শালুক খালে বিলে দেখতে চমৎকার।
পরিশ্রমের বিনা হাতে সাধ্য আছে কার।।
দিনে রাতে পড়া লিখা বছর শেষে পাশ।
একটুখানি ভুলের তরে হায়রে সর্বনাশ।।


চলার পথে হোঁচট খেয়ে পায়ের আঘাত সয়।
মঞ্জিলে তার সহজ অতি সর্ব কালের জয়।।
রাতের আঁধার গহীন সাগর পাড়ি দেওয়ার পণ।
মেঘের ডাকে বিজলী চমক আলোয় ভরা মন।।


সাগর বুকে প্রবল হাওয়া পাহাড় সমান ঢেউ।
মনের বলে সাগর পাড়ি, নাই বা সাথে কেউ।।
সকল কাজে উদারতা, আল্লাহ তা’আলার নাম।
পুণ্য আছে, জয়ের জয়ী আসবে আবিরাম।।