নতুন দিনের নতুন সূরজ
নতুন বছর আজ।
নতুন রঙ্গের নতুন কাপড়
নতুন করে সাজ।।


পূব গগনে অরুণ আভা
মেঘ করেছে ঋণ।
নতুন সাজে হাওয়ার ভেলায়
উড়বে সারা দিন।।


বৈশাখ এল নগর গ্রামে
এল খুশীর বাণ।
উঠলো মেতে বাংলা বাসি
নাচলো তাদের প্রাণ।।


পান্তা বাসি মিঠা পিঠায়
সকল খাওয়ার ধুম।
গলায় গলায় মিলন আবার
ভালোবাসার চুম।।


রাস্তা ঘাটে পথের মোড়ে
শহর নগর গ্রাম।
বসছে মেলা নানান সাজে
কাহার কিবা নাম।।


ধনী গরীব উৎসবে সব
নতুন বছর দিন।
কোথাও বাজে ঢোল তবলা
কোথাও বাজে বীণ।।


কেউ সেজেছে ফুল কুমারী
ফুলে বদন ভর।
গোলাপ জবা জুঁই চামেলি
মালা থরে থর।।


বাংলা মায়ের এমন সাজন
জান্নাত গুলিস্থান।
আল্লাহ করে জনম জনম
রবে খুশীর বাণ।।