পুবাল হাওয়া পশ্চীমে চলে মিশে আছে মোর শ্বাস।
পৌছাও প্রভু দুয়ারে ক’বা মিনতি করে এ দাস।।
সোবহানে খোদা দয়ার সাগর মলিকে জাহান দুই।
পাপী এ গোলাম তুলেছে দুহাত তোমার পাকিজা ভুঁই।।


আঁধারের পথে তুমি যে আলো তুমি বড় রহমান।
সাগর পারের কাণ্ডারি তুমি, তুমি জানি মহীয়ান।।
তোমার নামের লিখে গুনো গান, সাগরের জল কালি।
বৃক্ষরাজিতে বানিয়ে কলম রহিবে তবুও খালি।।


আকাশ পাতাল তোমারই সৃজন, সকলই তোমার দাস।
উত্তম রুজি তোমারই দয়া মাসের পরে তা মাস।।
সবখানে দেখি নানা রঙ্গে ফুল- তোমারই সৃজন লীলা।
কোথাও মাটি সমতল ভুঁই, কোথাও পাথর শীলা।।


দরবারে তবু নত নাহি শীর তোমারই আদেশে তাও।
ক্ষমা করো প্রভু, বান্দা অধম, হেদায়েত আমারে দাও।।
না হয় গুনাহ আগে না কভু, পিছনে রয়েছে ভার।
করে দাও প্রভু আলোকে হৃদয়, খুলে দাও তব দ্বার।।