ভোরের পাখী ডাক দিয়েছে
মধুর আজান সুর।
হাওয়ায় ভেসে প্রতিধ্বনি
চলে অনেক দুর।।


রাত পোহাল উঠো তবে
কৃষাণ বধূর ডাক।
বনে পাখীর কূজন ধ্বনি
পায়রা বকুম বাক।।


কেউবা চলে মাঠের পানে
কেউবা ঘরের কাজ।
আপন ধারায় মগন সবে
নাই বা কারো লাজ।।


ঘুম ভেঙ্গেছে ফুলের শিশু
কেহ জেগে রাত।
কেউবা কাঁদে বয়স ভারে
কারো বাজিমাত।।


পদ্ম বিলে পদ্ম শালুক
হাওয়ার সনে দোল।
ডাউক ছানার করুণ রোদন
খোজে মায়ের কোল।।


গাছে গাছে বৃদ্ধ পাতা
হাওয়ায় ঝরো ঝর।
আসবে তবে নতুন পাতা
সাজবে থরে থর।।


পূব গগনে অরুণ ধারা
মেঘে মেঘে তাই।
রঙ মেখেছে তাহার মাঝে
আপন ভাবনায়।।


এমনি সকাল সবার মাঝে
আনবে মহান সুখ।
এক উনানে পাকবে খানা
দেখবে সবার মুখ।।