হে নারী ! তুমি কি মায়াময়ী ,
হে নারী ! তুমি কি ছলনাময়ী ।
তোমার হৃদয়ে এত হিংসা কেন ?
অন্য নারীর ভাল খুঁজ না কেন?
তোমরা তো মায়ের জাত,
মায়ের হৃদয়ে মায়া কত ।
তোমার কি কোন জ্ঞান নাই,
অন্যের দোষ শুধুই দিয়ে যাই ।
অন্যের রুপ হোক যত সুন্দর,
ঘৃণায় ভরে তোমার অন্তর ।
তোমার চোখের ভাষায়,
কামনার কথা বোঝায় ।
লালন বলেছে নারীর হৃদয়,
তাতে তো হিংসা কোথায় ?
আমি তো দেখি না ।
নারী তখন হাসিয়া বলে,
সব কথা কি মুখে চলে ।
হিংসা থাকে হৃদয় মাঝে,
লুকানো কিছু কথার ভাঁজে ।
কেউ দেখে আবার দেখে না কেউ,
না বুজে কুকুর করে ঘেউ ঘেউ ।
আমি নারী যতটা নরম
দূর্গার মত কখনো গরম,
ঝাপিয়ে পড়ি বিনাশ করতে
আমার স্বার্থে টান পরতে ।