বিধাতার একি শাণ!
নীতির যুদ্ধে বারে বারে কেন
জীতে যায় শয়তান!


কেন আজ দেখি দুমড়ে মুচড়ে
পড়ে যায় বারে বারে -
নীতির যুদ্ধে শতত কেন যে
বনী আদমই হারে?


কেন দিবা-নিশি অসত্য আর
হুতুমেরা ওঠে নাচি'।
সৎ নীতি কেন ঘর কোণে বসে,
আপনারে লয়ে বাঁচি'।


ভাইয়ের খুনে লালে লাল হাত
কাঁপেনাকো কেন বুক।
কোন অজানা অশনিতে হায়-
কেনই বা পায় সুখ?


সমূখে হেরি'ও লাখো মানবের
বুকফাটা রোনাজারি-
দ্যূলোক ভূলোক তিমিরে ঢাকিয়া
অহনিষ করে ভারি।


হেন দৃশে কেন জাগে না তোমার
মানস, ভাঙ্গেনা নীদ?
কোন মোহে বুদ হে মানব আজ
বিকল বুঝি উমীদ!


জীবে দয়া যদি নাইবা পেল,
ক্ষয়িষ্ঞ মানবতা।
বারে বারে আজি দিচ্ছে জানান -
তব হেন নিরবত।।


জেগে ওঠো ইনসান!
কতযুগ ধরে এমনি করেই
জিতে যাবে শয়তান!