কালের তালে গা' ভাসিয়ে
চলছি তো বেশ আরামেই।
পকেটটা বেশ হৃষ্ট আছে,
হোক না সে ছাই হারামেই।
:
ব্যবসা' বিরাট ভাবছ বুঝি?
আসলে 'সব কিচ্ছু না।
এমনিতেই আসছে সবি'
বলছি শোন, মিচ্ছু' না।
:
আবাল বুড়ো ডরায় সবাই,
এমনিতে' দেয় সেলামী।
আমি কি আর জুলুম করি?
নয় মোটেও, হেলামী!
:
এইতো সেদিন এক সভাতে
বাজেট দিনু লক্ষ'তে।
শতজনেই লক্ষ হাজির
করল, সাহস বক্ষতে।
:
আবার ধর প্রোজেক্ট করে
নামো পাড়ার কামালে
শতাংশ দেয় না'বলাতেই
নিজের প্রোজেক্ট সামালে।
:
গায়ের হাটে লেবু আনে
চাতলা পাতা কিংবা শাক।
সবাই আমায় দেয় টু-পাইস
ওদের ব্যবসা' টিকে থাক।
:
আলাল-দুলাল এইতো সেদিন
ভাঙল মাথা ঝগড়াতে,
মিলতে এলো পকেট ভরে -
হাতখানি মোর রগড়াতে।
:
গায়ের নদী ভাংছে বলে
আসল যে চাল, সরকারী
পুরোটাই গায়েব' দিলাম -
কারণ ওটা দরকারী।
:
ভবেশ মাঝি কাল বিকেলে
তরতাজা এক বোয়ালে,
হাতনেড়ে কয় - 'চলবে দাদা'
...যা দিয়ে আয় সোয়ালে।
:
বলছি আগেই, ভালই আছি,
চলছে নিতুই আরামে।
উপর তলার আশির্বাদেই,
ছুচ্ছে না আর ব্যারামে।