কালের তালে বিলীন কত দিন,
স্মৃতির সাগর যায় হয়ে যায় লীন।
উথলে ওঠে উপর নিচে কত,
মাঝে বাজে হৃদয় বীণার বিন।


সরব চলা দিনগুলো দেয় উঁকি,
আমি কভু তাহার পানে ঝুঁকি।
আবার হারায় স্মৃতি সাগর পানে,
অশ্রু গুলো আঁধার দিয়ে রুখি।


হৃদয় গুলো চলতো একই তালে,
দক্ষিণ হাওয়া যেমন চলে পালে,
উঁচু নিচু হলেও কভু চলা -
দিনের শেষে স্বস্তি পেতাম পালে।


কভু বা রাগ, কভু অভিমানে,
আবার কভু অন্য কিছুর টানে -
অল্প দূরে যেতেই থমকে যাওয়া
গলাগলি র  খুঁজে পেতাম মানে।


ধীরে ধীরে অনেক দূরে চলা।
দিগন্তে চোখ, আবছা আলোর খেলা।
পিছন ফিরে তাকায় কভু আঁখি?
পর্দা ঢাকে স্মৃতির অপার ভেলা।


তাহার পরেও যাত্রা নাহি থামে,
হঠাৎ হয়তো হৃদয় কভু ঘামে,
জীবন তরী সামনে চলে তবু -
নামগুলো সব ঢাকাই থাকে নামে।


দূর হতে আজ আওয়াজ তোলে কে ও?
দুরন্ত পথ আগলে  দাঁড়াতে' ওঁ!
থমকে দাঁড়ায় নীড় ছাড়া' সেই পথিক,
বিষ্ময়ে চোখ অবাক চেনে সে' ও।


একে একে দাঁড়িয়ে চলে সবাই,
দাঁড়িয়ে চলে গলি’য়ে বলে ক' ভাই -
এতোদিনে গায়েব ছিলি কোথায়?
জড়িয়ে তারে  অতীত স্মৃতি নবা'ই।


একে দু’য়ে অনেক জোড়ে সাথে,
স্বপ্ন বোনে গুঞ্জরিয়া মাথে'।
মিলন মেলা সফল তবে হবেই,
খেটে চলিস তোরা দিনে রাতে।


মনের কোণের সেই আকুতি ভোঁতা
নয়, আজ দেখ সত্যি যে আজ সে' তা।
তেইশ বছর পেরিয়ে গেছে কবে,
হৃদয় নাচে ফুলকিয়ে যায় কেতা'।


দুহাত তুলি' ওগো জগৎ স্বামী!
মিলন মেলার হৃদয় গুলো তুমি
কবুল করো, জান্নাতে দাও ঠাঁই
অনন্ত হই, যাচি দিবস যামী।