সাত সকালে পুব জানালায়
বিহান বেলার রোদ্দুরে,
যায় দেখা যায় মিষ্টি খুকু
যায় দেখা যায় ব'দ্দূরে।


আড়মোড়া দেয় দুষ্টু খোকা,
মিষ্টি হাসে খুকু'ও।
ঘর ছেয়ে যায় মিষ্টি রোদে,
যায় ছেয়ে মেঝটুকু'ও।


ঝনঝনিয়ে কড়াই বাজে,
নাস্তা চড়ে উনূনে,
তুলতুলে সব রুটি বনে'
মিষ্টি হাতের বুননে।


'মুখ হা করো' খোকন সোনা -
হয়কি হা আর এমনিতে।
এক নিমেষে যায় ফুরিয়ে,
কাটুন চলে যেমনিতে।


সাত সকালের এই যে শুরু
শেষ কবে হয় কে জানে?
দিন বদলের শেষ কবে হয়
ভাবছি সেটাই আনমনে।