হ্যালো!কেমন আছো?কিসের এত আলো,


থার্টি ফাষ্ট নাইট,আছি অনেক ভালো।
ব্যাস্ত আমি,বলবে নাকি কিছু?


বলবো আর কি!
মন্দ সবই নিয়েছে তোমার পিছু।


ভালো মন্দ!
এ সব নিয়ে নেইকো কোন ভাবনা,
আনন্দ চাই আনন্দ,
আর তো কিছু চাই না।


মূর্খ তুমি!
তাই তো তোমার এমন তরো ভাবনা,
তোমার কাজে অনেক শাস্তি হয়েছে আমার পাওনা।


আজব কথা,কে তুমি?
আমার জন্য কেন পাবে শাস্তি।


তোমার মাঝে বন্দি আমি, তোমার মাঝে বাসা,
তোমার কাছে ভালো কিছু আমার অনেক আশা।


অলস তুমি!
আমার রাজ্যে তাই হয়েছো বন্দি।
ভালোর সাথে আমি তাই করিনাকো সন্ধি।
শক্তি তোমার ছড়িয়ে দিলে ফুটবে দিনের আলো,
বাধ্য হয়ে তখন আমি করবো যাহা ভালো।
আমার কাজে সেদিন তুমি পাবে অনেক স্বস্তি,
মন্দ যাহা ধ্বংস হবে, তোমার হবে মুক্তি।