মনোবাসনা
এম.এস.এইচ. রাহোল


আমি এমন কারো মনের কারাবাসে বন্দি হতে ইচ্ছুক নয়
যাহার একমাত্র বসন্ত ঋতু প্রিয়
আমার সব ঋতু ভাললাগে
মরুভূমিতে ও নিজেকে মানিয়ে নিয়েছি
ব্যাঙের পিত্তথলিতে যে ভাবে জল  জমা রয়


আমার নির্দিষ্ট পছন্দের কোন রং নেই
নির্দিষ্ট পছন্দের কোন ফুল নেই
প্রতিবাদ করতে ভালবাসি যখন কেউ আমাকে জলের
সাতে তুলনা করে
কারন জলের কোন নিজ্বস্ব রং নেই
সে খুব বেহেয়া, একগুঁয়ে বর্ণচোরা


কেউ আদর করে শিশির বললে ভাল লাগে
যদি ও এই আনন্দ খুবই ক্ষনিকের
তবু ও মনোবাসনা লালন করি
কেউ একজন আছে স্থির হয়ে
যার কাছে আমি খুবই সাধারণ হবো
অনেকটা লবণের মতো
কিন্তু প্রয়োজন পড়বে সর্বক্ষণে