মেঘ তুমি বজ্রপাত কেমন করে ঘটাও
তোমাদের মিলনে এত অশ্রু কিভাবে ছড়াও?
আমাদের এখানে মিলন হয় জীবন ও সময়ের
তোমাদের মত হয়না বর্ষণ অশ্রু আবেগের।


ইচ্ছে হলে তুমি উড়ে বেড়াও এখান থেকে ওখানে
কোন সংকোচ এর সাধ্য নাই তোমাকে আড়াল করে
আমদের কেন হার,এত সংকোচ আড়ালের
তোমার কত গর্ভ তুচ্ছ জল চক্রের