আমায় যদি বাঁচতে হয়
তোর শুধা পানে
এক মুহৃতে   ছুটিয়া  যাব
কর্ণফুলীর বাঁকে।
  
ছট করে বুকের পাজর ছিড়িয়া
দেহ হইতে হৃদয় বাহির করিয়া
নিক্ষেপ করিব উজাড় করিয়া
সাক্ষী হইবে লোসাই ঘিরি
খর্ব হারাবি তুই।


অমনি যদি আমার পানে
ঐ মিথ্যে নোনা ভারির
চিত্রকলা আঁকিস।


খোদার কসম তিতুমিরের
সি.আর.বি. সাত রাস্তার মোড়ে
সমাধি গড়ব তোর।