কষ্টরা যখন নষ্টামি করে
তীব্র প্রতিযোগিতায় এগিয়ে আসে
আমি তখন ভন্ডামি করি
সুখি, সুস্থ মানুষ হয়ে বাঁচবার।


সংসারে যখন চলছে অধর্ম চর্চা,
আমি নেহাতি কেন হব একা সঙ্গী
অশ্লীলতা আর  লাজ-লজ্জার,
তারা আছে,থাক বই-পুস্তকে বন্দি হয়ে
আমার প্রাণ-পন অাধুনিক হওয়ার চেষ্টা।
যে দিয়েছে ঢের  তারাই আওয়াজ কম
শৈবল  কহে  উচ্চ স্বরে,
যারা কিছু জানে,তারা কিন্তু চুপ
যে শিখেছে অল্প,সে ধরছে ভুল
নেহাতি আমি অকর্মা
পড়ে অাছি তাই তাদের  অাকড়ে ধরে।


আমি জীবন কবিতার নষ্ট কবি
তাই আষ্টে-পৃষ্টে বেঁচে আছি,
সকল নষ্টামিকে সঙ্গীকরে।