দূসর মৃত্তিকার প্রেমে ঝড়িয়েছে সবুজ
আপন বাসরে, পুণ্যতা পাচ্ছে বায়ু।
নব যৌবনের নাব্যতায় ভূ-নভমন্ডল,
মুদিত পাতায় তিমির বিছানায়
এমন স্বপ্নের আরাধনা।


প্রভাতকালে নসরন্দ্র তিরস্কার
এ নিছক অপ-কল্পনার বিড়ম্বনা।
শিশা  এবং তার রসায়ন
উচ্ছাসিত গতি নিয়ে করে মূর্ছনা।


নর-কূল  নিদ্রিত লেপ মোড়ানো চিন্তাবাগ
প্রকাশ্যে সে ব্যগ্র কন্ঠ, আসলে সে নির্বাক
এমন কূলে প্রতিকূল সবি
অনুকূলে শুধু বংশধর।